রোজকার নানান ব্যস্ততায় চুলের যত্ন একদমই নেওয়া হয়ে ওঠে না। চুলের যত্নে ঘরোয়া সমাধান পেতে চাইলে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। পেঁয়াজের রস চুলের নানাবিধ সমস্যা থেকে মুক্তি দেবে।
আসুন চুলের যত্নে কিভাবে পেঁয়াজের রস ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাকঃ
১. খুশকি দূর করতেঃ ২ চা চামচ মেথি আগের রাতে ভিজিয়ে রাখুন। পরদিন মিহি করে বেটে নিন, এবার এই মিশ্রণে ২ চা চামচ পেঁয়াজের রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই হেয়ার প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে আধা ঘন্টা পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করলে খুশকি দূর হবে।
২. চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতেঃ ৩ চা চামচ পেঁয়াজের রসের সাথে ২ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এই হেয়ার প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। মিনিট দশেক পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করলে ভালো ফল পাবেন। এই প্যাকটি মাথার ত্বকের চুলকানি দূর করবে, চুলকে বাড়ন্ত করবে।
৩. চুলকে সতেজ করতেঃ ১ চা চামচ পেঁয়াজের রসের সাথে ২ চা চামচ সবুজ কলাই পাউডার মিশিয়ে প্যাক তৈরি করুন। এই হেয়ার প্যাকটি পুরো চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করলে চুল নবজন্ম লাভ করবে। চুল হয়ে উঠবে চনমনে।
৪. চুলকানি কমাতেঃ ১ চা চামচ লেবুর রসের সাথে ১ চা চামচ পেঁয়াজের রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই হেয়ার প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে ২৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনদিন ব্যবহার করলে মাথার ত্বকে যদি চুলকানির সমস্যা থাকে তবে তা দূরীভূত হবে এবং খুশকি সমস্যার সমাধানও হয়ে যাবে।
৫. চুলকে উজ্জ্বল করতেঃ ৩ চা চামচ পেঁয়াজের রসের সাথে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি পুরো চুলে ও মাথার ত্বকে লাগিয়ে গরম তোয়ালে দিয়ে কিছুক্ষণ মাথা পেঁচিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। চুল হয়ে উঠবে শক্ত ও মজবুত।
৬. চুলের আদ্রতা ধরে রাখতেঃ ৩ চা চামচ পেঁয়াজের রসের সাথে ৫ চা চামচ নারিকেল তেল ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে আধাঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করলে চুলের স্বাভাবিক আদ্রতা বজায় থাকবে। চুল হবে সতেজ ও সুন্দর।