চুল পড়া সমস্যা সবারই হয়ে থাকে৷ এ থেকে মুক্তি পেতে কেমিক্যাল এড়িয়ে প্রাকৃতিক উপায় অবলম্বন করলে বেশি ভালো ফল পাওয়া সম্ভব৷ এক্ষেত্রে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রসে আছে প্রচুর পরিমাণে সালফার যা চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
চলুন তবে জেনে নেওয়া যাক পেঁয়াজের কয়েকটি কার্যকরী হেয়ার প্যাক সম্পর্কেঃ
১. পেঁয়াজের রসঃ পেঁয়াজের রস এমন একটি উপাদান যেটা আপনারা চাইলেই সরাসরি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ২/৩ টা বড় পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এবার এই রস মাথার ত্বকে সুন্দর করে লাগিয়ে ৩০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে আসবে।
২. মধু ও পেঁয়াজের রসঃ ২ চা চামচ পেঁয়াজের রসের সাথে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি আপনি খেলেও উপকার পাবেন। প্যাকটি পুরো মাথার ত্বকে ম্যাসাজ করে ১০ মিনিট পরে শ্যাম্পু করে ফেলুন। সুস্থ ও সুন্দর চুল পেতে সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।
৩. পেঁয়াজের রস ও তেলঃ ৩ চা চামচ পেঁয়াজের রসের সাথে ১ চা চামচ অলিভ অয়েল ও নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট পরে শ্যাম্পু করে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত তিনদিন ব্যবহার করুন। শুষ্ক চুলের সমস্যা সমাধানে এই প্যাকটি কার্যকরী।
৪. লেবু ও পেঁয়াজের রসঃ ৩ চা চামচ পেঁয়াজের রসের সাথে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করুন। এই প্যাকটি চুলের খুশকির প্রবণতা দূর করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।
৫. আপেল ও পেঁয়াজের রসঃ ২ চা চামচ পেঁয়াজের রসের সাথে ২ চা চামচ আপেলের রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। মাথার ত্বকের মৃত কোষ এবং খুশকি সমস্যার সমাধান নিশ্চিত করতে এই প্যাকটি আদর্শ ভূমিকা পালন করবে।