প্রাচীনকাল থেকেই ঔষধ হিসেবে এবং ত্বকের যত্নে মধু ব্যবহৃত হয়ে আসছে। মধুতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট, ময়শ্চারাইজার, ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন বি৬ যা ত্বকের বলিরেখা, ব্রণসহ আরও হাজারো সমস্যার সমাধান করে থাকে।
ত্বককে সুস্থ রাখতে চাইলে ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে পারেন কিছু প্রয়োজনীয় ফেসপ্যাক:
১. মধু ও চন্দনগুঁড়োর ফেসপ্যাকঃ ১ চামচ মধুর সাথে সমপরিমাণ চন্দনগুঁড়ো ও লেবু মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এবার চোখ বাদে পুরো মুখে লাগিয়ে নিন। মিনিট বিশেক পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. মধু ও অ্যালোভেরার ফেসপ্যাকঃ ২ চা চামচ মধুর সাথে ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এরপর প্যাকটি পুরো মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষ ভাব দূর করতে এই প্যাকটি অত্যন্ত উপযোগী।
৩. মধু ও ডিমের ফেসপ্যাকঃ ২ চা চামচ মধুর সাথে, ১টি ডিম এবং অল্প বেসন মিশিয়ে প্যাক তৈরি করুন। এরপর প্যাকটি ১৫ মিনিট মতো মুখে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. মধু, অ্যাভোকাডো ও টকদই এর ফেসপ্যাকঃ ১ চা চামচ মধুর সাথে, ১ চা চামচ অ্যাভোকাডো এবং ১ চা চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি মুখে এবং গলায় লাগান। ২০-২৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যাভোকাডো এবং টকদই দুটোই ত্বক ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে।
৫. মধু, গ্লিসারিন এবং হলুদের ফেসপ্যাকঃ ১ চা চামচ মধুর সাথে, কয়েক ফোঁটা গ্লিসারিন এবং সামান্য পরিমাণ হলুদ একসাথে মিশিয়ে নিন। এবার পরিষ্কার মুখে সামান্য পানি ছিটিয়ে নিয়ে তারপর প্যাকটি লাগান। শুকিয়ে গেলে ২০ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।