লেবু একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এটা শুধুমাত্র খাবার হিসেবে ব্যবহৃত হয় না। বরং সালাদ, জুস, রান্না, চিকিৎসা এমনকি রূপচর্চাতেও এর ব্যবহার লক্ষণীয়! লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলিক এসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, এন্টিঅক্সিডেন্ট এবং ফসফরাস।
চলুন এবার জেনে নেওয়া যাক রূপচর্চায় লেবুর বহুমুখী ব্যবহার সম্পর্কে কিছু কার্যকরী তথ্যঃ
১. নখের যত্নেঃ খাবার খাওয়া, বাইরের কাজ এবং রান্না করার ফলে নখ হলদেটে হয়ে যায়। এছাড়া নখে ময়লাও জমে যায়। এসব থেকে নখকে পরিষ্কার রাখতে ব্যবহার করতে পারেন লেবু। অলিভ অয়েলের সাথে লেবুর রস মিশিয়ে তাতে নখ ভিজিয়ে রাখুন। এতে নখ দেখাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ। ম্যানিকিউরে পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও এই প্রাকৃতিক উপায়ে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
২. ঠোঁটের যত্নেঃ নিয়মিত লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কালচে হয়ে যায়। এছাড়া শীতে ঠোঁট ফাটার প্রবণতা তো আছেই! এসব সমস্যা সমাধানে লেবু এক কথায় আদর্শ। রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লেবুর রস লাগিয়ে নিন। এতে ঠোঁটের কালো দাগ যেমন দূরীভূত হবে ঠিক তেমনি শুষ্কতা দূর করে ঠোঁট হয়ে উঠবে কমনীয়।
৩. দাঁত পরিষ্কার রাখতেঃ পেস্টের থেকেও লেবুর রস দাঁত পরিষ্কারে ভালো ভূমিকা রাখে। এতে দাঁতের হলদে ভাবও চলে যায়। বেকিং সোডার সাথে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। তারপর সেটা দিয়ে দাঁত মাজুন। দারুণ ফল পাবেন।
৪. বলিরেখা কমাতেঃ বলিরেখার ফলে মানুষকে স্বাভাবিকের চেয়ে বেশি বয়স্ক দেখায়। এর জন্য বাজারে নানা ধরনের ক্রিম পাওয়া যায়। কিন্তু সেগুলো ব্যবহারের ফলে পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়। এসব ঝামেলা এড়াতে এবং বলিরেখা দূর করতে লেবুর রস ১৫ মিনিট লাগিয়ে এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. কনুই ও হাঁটুর সমস্যা সমাধানেঃ ত্বক এবং চুলের যত্নে আমরা যতোটা আগ্রহী হয়ে থাকি কনুই ও হাঁটুর যত্নে ততোটাই উদাসীন থাকি। ১ চা চামচ লবণ, সামান্য অলিভ অয়েল এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার কনুই ও হাঁটুতে ব্যবহার করুন মসৃণতা ফিরে আসবে।
৬. ব্লাক হেড কমাতেঃ ব্লাক হেড ত্বকের সৌন্দর্য কে ব্যহত করে। শুধুমাত্র লেবুর রস লাগিয়েই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। লেবুর রস কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৭. ব্রণের সমস্যা সমাধানেঃ ব্রণের প্রকোপ থেকে মুক্তি পেতে লেবুর ভূমিকা অনস্বীকার্য। লেবুর সাথে সামান্য মধু মিশিয়ে ত্বকে যেখানে ব্রণ উঠেছে সেখানে লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন ভালো ফল পাবেন।